[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জামায়াতের উদ্যোগে রমাদান ফুড প্যাকেট বিতরণ

জাহিদুর রহমান

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ১৩:৩০

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জামায়াতের উদ্যোগে রমাদান ফুড প্যাকেট বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে পবিত্র মাহে রমাদান মাস উপলক্ষ্যে ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার অসহায় ও অভাবগ্রস্থ মানুষের মাঝে ১৫০টি ফুড প্যাকেট বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে রমাদান ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি নুরুল ইসলাম বুলবুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও পৌরসভা সাবেক মেয়র মো: নজরুল ইসলাম ও জেলা সহকারি সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল বলেন, রাষ্ট্রের উচিত ছিল এই রমাদান মাসে ত্রিশটি রোজায় সকল অভাবগ্রস্থ মানুষের কাছে সারা মাসের খাবার পৌঁছে দেয়া। কিন্তু আমাদের রাষ্ট্র এটা করে না, গত ৫৪ বছরের এটা করেনি। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই অভাগ্ৰস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এটা জামায়াতে ইসলামীর প্রচারের উদ্দেশ্যে নয়, এটা ইবাদতের উদ্দেশ্যে করে থাকে।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর