বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উদ্যোগে পবিত্র মাহে রমাদান উপলক্ষে প্রায় শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থসহ রমাদান ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে রানিহাটি ইউনিয়নে অসহায় ও অভাবগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থসহ ১০০টি ফুড প্যাকেট বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর মো: নুরুল ইসলাম বুলবুল।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা সেক্রেটারি আব্দুর রহমান, রানিহাটি ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রহিম, সেক্রেটারি রায়হান আলি সহ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মো: নুরুল ইসলাম বুলবুল বলেন, রমজান মাস কুরআন নাজিলের মাস, কুরআন হচ্ছে সত্য ও মিথ্যার পার্থক্যকারী। কুরআন এবং কুরআনের শিক্ষা মানুষের জীবনকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করে। কুরআনের নির্দেশনা অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে তারা দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করবে।
তিনি আরো বলেন, বাংলাদেশে অনেক সংকট রয়েছে, তবে সবচেয়ে বড় সংকট হচ্ছে সৎ ও দক্ষ নেতৃত্বের অভাব। যদি দেশের নির্বাচিত প্রতিনিধিরা জনগণের অধিকার সঠিকভাবে পৌঁছে দিত, দূর্নীতি না করতো এবং জনগণের হক নষ্ট না করতো, তাহলে সরকার যা প্রদান করে তা যথাযথভাবে বিতরণ করা যেত। কিন্তু দূর্নীতিগ্রস্থ নেতৃত্ব ও কর্মকর্তাদের কারণে জনগণের প্রাপ্য অনেক কম দেওয়া হয়।
ফুড প্যাকেট বিতরণকালে প্রতি প্যাকেটে ছিল: চাল ২৫ কেজি, ডাল ২ কেজি, তেল ২ লিটার, চিনি ২ কেজি, খেজুর ১ কেজি, আলু ১০ কেজি, সেমাই ২ পিস, নুডুলস ২ প্যাকেট, পাপড় ২ পিস, নগদ অর্থ ১০০০ টাকা
এই উদ্যোগের মাধ্যমে অসহায় পরিবারের মুখে হাসি ফুটাতে জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা তাদের সহযোগিতা অব্যাহত রাখবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: