[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

আল ফালাহ ফাউন্ডেশনের উদ্যোগে বিশিষ্টজনদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাহিদুর রহমান

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৫, ১৮:৫৮

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আল ফালাহ ফাউন্ডেশনের আয়োজনে আল ফালাহ মডেল মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে বিশিষ্টজনদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আল ফালাহ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মোঃ আহসান হাবীবের সভাপতিত্বে এবং মাহমুদুল হাসানের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিশে শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলার আমীর অধ্যাপক ইয়াকুব আলী। এছাড়াও সভায় স্থানীয় ওলামায়ে কেরামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে সভাপতির বক্তব্যে আল ফালাহ ফাউন্ডেশনের উদ্যোগে মডেল মাদ্রাসা ও মসজিদ নির্মাণের পরিকল্পনা তুলে ধরেন মাওলানা মোঃ আহসান হাবীব। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ আবু বকর বলেন, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করা রাষ্ট্রের দায়িত্ব ছিল, কিন্তু আমার রাষ্ট্র এই দায়িত্ব পালন করে না। তাই আমাদের উচিত নিজ অবস্থান থেকে যাকাত আদায় করা। তাহলেই আমাদের সমাজ থেকে চুরি, ছিনতাই, ডাকাতি দূর হবে।

তিনি আরোও বলেন, আমাদের সমাজে যাকাতের সম্পদ আমরা শুধু অসহায় বৃদ্ধ মানুষকে দেয়া হয়। আমরা যদি যাকাতের সম্পদ দিয়ে একজন যুবক স্বাবলম্বী করতে পারি তাহলে তারাও একসময় যাকাত দেওয়ার যোগ্য হবে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর