সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশন এর আয়োজনে উপজেলা পরিষদ নির্বাচন অফিসের সামনে সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘন্টা মানববন্ধন ও কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্যে বলেন সাম্প্রতিক সময়ে এনআইডি সেবা নির্বাচন কমিশনের আওতা থেকে স্থানান্তর ও বাস্তবায়ন হলে নাগরিকদের এনআইডির তথ্য সুরক্ষা ও গোপনীয়তা প্রশ্নবিদ্ধ হবে। এছাড়াও সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুতকরণের তত্তাবধান, নির্দেশ ও নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের উপর দেয়া হয়েছে। তাই জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধিনে রাখার জন্য জোর দাবি জানান নির্বাচন কর্মকর্তা ও কর্মচারীরা।
এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, সহকারী নির্বাচন কর্মকর্তা রবিউল আওয়ালসহ কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীরা ।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: