শনিবার (১৫ মার্চ) মোবারকপুর মাঝাটোলা তরুণ সংঘের উদ্যোগে মাঝাটোলা গ্রামে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় বিভিন্ন মাদরাসার ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহামুদুল হক হায়দারী এবং কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফাউল মূলক।
এছাড়াও মোবারকপুর মাঝাটোলা তরুণ সংঘের সভাপতি মোহা. ফারুক হোসেন, সহ-সভাপতি মো. নাদিম হোসেন, সাধারণ সম্পাদক মোহা. সারোয়ার জাহান তোতা ও সংগঠনের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সকালে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের যথাক্রমে ৭ হাজার, ৫ হাজার ও ৩ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
উল্লেখ্য, মোবারকপুর মাঝাটোলা তরুণ সংঘ একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা এলাকায় অসহায় ও দুঃস্থ মানুষের সহযোগিতা, মৃত ব্যক্তিদের সৎকার ও খাবারের ব্যবস্থা, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, সড়ক মেরামত, বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিনামূল্যে রক্তদান কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংগঠনের এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: