[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে

সদ্য নিয়োগপ্রাপ্ত জুনিয়র ইন্সট্রাক্টরদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

আসাদুল্লাহ

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫, ২১:০৯

সংগৃহিত ছবি

সোমবার ( ১৭ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন (CPIAA) এর আয়োজনে এবং চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট স্বেচ্ছাসেবী সংস্থার সার্বিক সহযোগিতায় আজ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে "সদ্য নিয়োগপ্রাপ্ত জুনিয়র ইন্সট্রাক্টরদের সম্মাননা প্রদান অনুষ্ঠান" অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ। এছাড়াও, অনুষ্ঠানে ইনস্টিটিউটের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে নবনিযুক্ত জুনিয়র ইন্সট্রাক্টরদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আব্দুল জাব্বার।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত ইন্সট্রাক্টরদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনা দেন এবং শিক্ষা ও প্রযুক্তির মানোন্নয়নে তাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানটি শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের উচ্ছ্বাসের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে। নবনিযুক্ত ইন্সট্রাক্টররা এই সম্মাননা পেয়ে অনুপ্রাণিত হন এবং তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার করেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর