কারিগরি শিক্ষায় অকারিগরি ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ নিয়োগ অপসারণ ও মহামান্য হাইকোর্টের রায়ে ৩০% পদ ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির পক্ষে রায় ঘোষণার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সকাল ৯টায় পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক আব্দুর রাহিম, কম্পিউটার ডিপার্টমেন্টের শিক্ষার্থী জাহিদ হাসান ও ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী মাহফুজ।
শিক্ষার্থীদের প্রধান দাবিসমূহ:
১. জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলকভাবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নির্ধারণ করতে হবে।
২. ক্রাফট ইন্সট্রাক্টরসহ কারিগরি শিক্ষার সকল পদে শুধুমাত্র কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে।
৩. পলিটেকনিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে সকল বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।
৪. প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য ডিপ্লোমা প্রকৌশলীদের আবেদন করার সুযোগ প্রদান করতে হবে।
৫. ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করতে হবে।
৬. জুনিয়র ইন্সট্রাক্টর পদের ৩০% ক্রাফট ইন্সট্রাক্টর কোটা অবিলম্বে বাতিল করতে হবে।
শিক্ষার্থীরা দাবি আদায়ের লক্ষ্যে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: