[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে এনডিএফের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাহিদুর রহমান

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ২১:৫২

চাঁপাইনবাবগঞ্জে এনডিএফের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ন্যাশনাল ডক্টরস ফোরামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের আলাউদ্দিন চাইনিজ রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ এনডিএফের সভাপতি ডাঃ এ. কে মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল ডক্টরস ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যাপক ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর।

প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসা মুফাসসির মাওলানা মোঃ আব্দুল মাতিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল ডক্টরস ফোরাম রাজশাহীর সভাপতি অধ্যাপক ডাঃ কাজী মহিউদ্দিন আহমেদ।

ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী ডাক্তার সমিতির সভাপতি প্রফেসর সাবিনা ইয়াসমিন মুনি এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা এনডিএফের সহ-সেক্রেটারি ডাঃ ইসলাইল হোসেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা এনডিএফের সহ-সেক্রেটারি ডাঃ ইসলাইল হোসেন বলেন, আমাদের পরিচয় হচ্ছে সবাই ডাক্তার। আমরা সকল ভেদাভেদ ভুলে যেন এক ব্যানারে থাকতে পারি।

বিশেষ অতিথির বক্তব্যে ডাঃ কাজী মহিউদ্দিন আহমেদ বলেন, আমরা যেই মুহুর্তে ইফতার সামনে নিয়ে খাবারের অপেক্ষা করছি তখন গাঁজায় ইসরাইলের বর্বরতা চলছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর