alokitogour@gmail.com সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা IBWF এর উদ্যোগে বিশিষ্ট ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাহমুদুল তুষার

প্রকাশিত: ২০ মার্চ ২০২৫, ১৮:৫১

ছবিঃ আলোকিত গৌড়

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উদ্যোগে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) কর্তৃক বিশিষ্ট ব্যবসায়ীদের সম্মানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উদ্যোগে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) কর্তৃক বিশিষ্ট ব্যবসায়ীদের সম্মানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৫ টায় IBWF চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, IBWF জেলা সভাপতি মো: আলাউদ্দিন, সদর উপজেলার প্রধান উপদেষ্টা হাফেজ আব্দুল আলীম, এবং বিশিষ্ট ব্যবসায়ী তারিকুল ইসলাম, ইকবাল হোসেন প্রমুখ।

 

বক্তারা তাদের আলোচনায় বলেন, আল্লাহ তায়া’লা ব্যবসাকে হালাল করেছেন, তাই আমাদের সকলকে হালাল উপায়ে ব্যবসা পরিচালনা করতে হবে এবং সকল প্রকার হারাম ব্যবসা থেকে বিরত থাকতে হবে। তারা আরও বলেন, ব্যবসায়ীদের অবশ্যই মানুষের ক্ষতি না করে সৎ ও ন্যায্যভাবে ব্যবসা করতে হবে, যাতে সমাজে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে।

 

এই আয়োজনের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে নৈতিকতা এবং সৎ ব্যবসায়ের গুরুত্ব আরও দৃঢ় হবে আসাকরে IBWF।

আলোকিত গৌড়/এফ.এ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর