[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারির যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই ২০২৪, ২২:২৬

সংগৃহিত ছবি

২০২১ সালের ২ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের খৈলান এলাকায় ডিবির অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ আটক হন সাকিব।

চাঁপাইনবাবগঞ্জে আব্দুস সাকিব (২০) নামের এক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (৮ জুলাই) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী দণ্ডিতের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। সাকিব চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপর নিমগাছি মহল্লার আব্দুল লতিফের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২১ সালের ২ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের খৈলান এলাকায় ডিবির অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ আটক হন সাকিব। এ ব্যাপারে ওইদিন সদর থানায় মামলা করেন ডিবির উপ-পরিদর্শক অনুপ কুমার সরকার। ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক মশিউর রহমান অভিযোগপত্র জমা করেন।

পরে দীর্ঘ শুনানির পর সোমবার আব্দুস সাকিব যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেন আদালত।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর