[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টি, স্বস্তিতে আম চাষিরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ২১:০১

ফাইল ছবি

দীর্ঘদিন পর চাঁপাইনবাবগঞ্জে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি। শুক্রবার (২১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়, যা আম চাষিদের মাঝে স্বস্তি ফিরিয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, এই বৃষ্টি আমের জন্য আশীর্বাদস্বরূপ।

শিবগঞ্জ উপজেলার পুকুরিয়া এলাকার আম চাষি সোহেল রানা, আব্দুল আলিম ও এনামুল হক স্বপন জানান, এবার জেলার ৯৫ শতাংশ বাগানে আমের মুকুল এলেও, টানা ১০ দিনের অতিরিক্ত তাপমাত্রা ও কুয়াশার কারণে আমের গুটি ধারণ কমে গেছে। এতে চাষিরা হতাশ ছিলেন, তবে বৃষ্টিপাতের ফলে আমের গুটি বড় হওয়ার সম্ভাবনা বেড়েছে, যা চাষিদের মনে স্বস্তি এনে দিয়েছে।

শিবগঞ্জ ম্যাংগো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম বলেন, "চলতি বছরে মুকুল অনুযায়ী আমের গুটি তুলনামূলক কম হয়েছে। এছাড়া কয়েকদিনের ঘন কুয়াশায় অনেক গুটি নষ্ট হয়েছে। তবে আজকের বৃষ্টি আমের জন্য খুবই উপকারী হয়েছে। এতে আমগাছের ধুলাবালি ধুয়ে গেছে, যা আমের বৃদ্ধির জন্য সহায়ক হবে।"

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী জানান, "অতিরিক্ত তাপমাত্রার কারণে আমের গুটি ঝরে পড়ছিল। তবে এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফলে আমের গুটি দ্রুত বড় হবে। তাই এই বৃষ্টি আম চাষের জন্য আশীর্বাদস্বরূপ।"

জেলায় আম চাষের পরিসংখ্যান:

-গত বছর চাঁপাইনবাবগঞ্জে ৩৭,৬০৪ হেক্টর জমিতে আম চাষ হয়েছিল।
-চলতি বছরে আম চাষ হয়েছে ৩৭,৫০৪ হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় ১০০ হেক্টর কম।


আম চাষিরা আশা করছেন, বৃষ্টির এ ধারা অব্যাহত থাকলে আমের গুটি আরও ভালোভাবে বেড়ে উঠবে এবং এ বছর ভালো ফলন হবে।

 

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর