চাঁপাইনবাবগঞ্জ জেলার পৃথক তিনটি স্থানে বজ্রপাতে এক নারীসহ ৩ জন নিহত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার পৃথক তিনটি স্থানে বজ্রপাতে এক নারীসহ ৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে একজন ও নাচোল উপজেলায় ২ জন বজ্রপাতে নিহত হয়।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে আমারক গ্রামের পরশ রায় ওরফে পটলের স্ত্রী কমলা রানী (৫০), নাচোলে ঝলঝলিয়া গ্রামের আখের আলীর ছেলে ওসমান গনী ( ৩২) ও গোমস্তাপুর উপজেলার ভোজনাথপুর বাঙ্গাবাড়ী এলাকার মনতাজ আলীর ছেলে উজ্জল (৫০)।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, বিকালে নাচোলের ঝলঝলিয়া এলাকায় বাড়ির পাশে জমিতে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যায় ওসমান গনি। একই সময় নাচোলের কামার জগদইল দিঘি পাড়ায় অন্যের জমিতে কাজ করার সময় বজ্রপাতে আহত হয় উজ্জ্বল। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এদিকে গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু জানান, গোবরাতলা ইউনিয়নের আমারক গ্রামে বাড়িতে কাজ করার সময় বজ্রপাতে কমলা রানী নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: