'মানবতার কল্যাণে, আমরা আছি সবখানে' এই স্লোগানকে সামনে রেখে সূর্য তরুণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সামনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সূর্য তরুণ সংস্থার সভাপতি মোঃ আশরাফুল ইসলামের পরিচালনায় ও সূর্য তরুণের সাধারণ সম্পাদক মাসিদুর রহমান মাসুমের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আমীর হাফেজ গোলাম রাব্বানী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক লতিফুর রহমান বলেন, রোজা একমাত্র ইবাদত যা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। কেউ যদি গোপনে কিছু খেয়েও বলে যে সে রোজা রেখেছে, তবে আমরা তা বুঝতে পারব না। কিন্তু আমরা এমনটি করি না, এবং এটাই এর সত্যতা প্রমাণ করে।
তিনি আরও বলেন, রোজার মতো আরও কিছু ফরজ ইবাদত রয়েছে, যার মধ্যে একটি হলো যাকাত। তিনি উল্লেখ করেন যে, যদি আমরা সমাজে যাকাত সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে কয়েক বছরের মধ্যে আর কোনো গরিব থাকবে না। আর এর জন্য প্রয়োজন মদিনার সনদ ভিত্তিক দেশ পরিচালনা করা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম সিদ্দিকী নয়ন, এড. মাসির আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: