[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

বালিয়াডাঙ্গা হেল্পলাইনের উদ্যোগে মুয়াজ্জিনদের আর্থিক প্রণোদনা প্রদান ও দোয়া মাহফিল


প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ২০:১২

ছবিঃ আলোকিত গৌড়

বালিয়াডাঙ্গা হেল্পলাইনের উদ্যোগে বালিয়াডাঙ্গা ইউনিয়নের ২, ৩, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের জুম্মা মসজিদের মুয়াজ্জিনদের জন্য আর্থিক প্রণোদনা প্রদান এবং প্রবাসীদের কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) সকাল ৯ টায় বালিয়াডাঙ্গা হেল্পলাইন কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গা হেল্পলাইনের উপদেষ্টা মোঃ সেরাজুল ইসলাম, বালিয়াডাঙ্গা দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক এটিএম ফরহাদ রেজা, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শফিকুল ইসলাম শফি, এবং মোঃ আব্দুল মান্নান ডলার। এছাড়া, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম সোহেল, আলহাজ্ব আশরাফুল হক সহ স্থানীয় ব্যক্তিবর্গ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বালিয়াডাঙ্গা হেল্পলাইন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছে এবং তারা এই ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা বালিয়াডাঙ্গা হেল্পলাইনে কর্মরত সকলকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দেন। 

উল্লেখ্য, বালিয়াডাঙ্গা হেল্পলাইন সামাজিক নানা কাজের মাধ্যমে জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে এবং এর ধারাবাহিকতায় ৩৪ জন মুয়াজ্জিনকে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর