[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাহমুদুল তুষার

প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ২২:৪২

ছবিঃ আলোকিত গৌড়

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) বিকাল ৫ টার সময় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমান, সিএনসিসিআই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: খাইরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির পরিচালক ডা: মো: দুরুল হোদা, বিএনপি জেলা আহবায়ক গোলাম জাকারিয়া, সাবেক পৌরসভা মেয়র মো: নজরুল ইসলাম, জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক আমীর মো: রফিকুল ইসলাম, বিএনপির জেলা সদস্য সচিব আলহাজ্ব মো: রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো: আলিউল আজিম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: ইয়াসির আরাফাত, জেলা এনএসআই এর উপ-পরিচালক মো: হযরত আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো: ইসাহাক, চেম্বার অব কমার্সের নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান এ্যাড. মো: সোলাইমান বিশু সহ বিভিন্ন বিশিষ্ট রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী, শিল্পপতি এবং সাংবাদিকগণ। 

এছাড়া, মাহফিলে প্রায় ২,০০০ জনের উপস্থিতিতে দোয়া করা হয়, বিশেষভাবে যেসব ব্যবসায়ীরা মারা গিয়েছেন, তাদের জন্য মাগফিরাত কামনা করা হয়।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর