ভোলাহাট উপজেলার সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীল ১,২ ও ৩ নং ওয়ার্ডের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) আলালপুর দারেসুন্না দাখিল মাদ্রাসাইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন জামায়াতের আমির মো. তোজাম্মুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মো. গোলাম কবির গোলাপ, ভোলাহাট উপজেলা আমির মাও. মোঃ শামশুজ্জামান আলকাশ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাও. ক্বারী মো. আলাউদ্দিন, দলদলী ইউনিয়ন আমির মাও. মো. আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সোহেল রানাসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে ড. মিজানুর রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশের উন্নতির চেয়ে অবনতি হয়েছে বেশি। বিগত সরকারের আমলে বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা সবখানেই দুর্নীতির আগ্রাসন চলেছে। তাই বাংলাদেশে কুরআনের আইন প্রতিষ্ঠার লক্ষে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিকল্প নেই বলে সকলের কাছে ভোট চান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ গোলাম কবির গোলাপ বলেন, এক লুটেরার দল গেলেও তাঁদের পেতাত্তারা এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। চাঁদা বাজি দখল দাড়ি এখনো কমেনি। এসব জনগনকেই রুখতে হবে বলে আহ্বান জানান। সেই সাথে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান দের জন্য দয়া ও আর্থিক সহযোগিতা করার আহ্বান করেন।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: