চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্র হোস্টেলের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) বিকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্র হোস্টেলের সুপার ও বাংলা বিভাগের প্রভাষক মোহাঃ বশির আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম এবং ছাত্র হোস্টেলের সহ-সুপার মো: সারোয়ার জাহান। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এ ইফতার মাহফিলে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিলের সূচনা হয়। প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল তার বক্তব্যে রমজান মাসের শিক্ষা ও সংযমের গুরুত্ব তুলে ধরে বলেন, এই পবিত্র মাস আমাদের আত্মশুদ্ধি ও সমাজে সম্প্রীতির বার্তা দেয়। শিক্ষার্থীদের মধ্যে সহমর্মিতা ও ঐক্য গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
ইফতারের পূর্বে আয়োজিত আলোচনায় বক্তারা রমজানের ফজিলত, তাকওয়া অর্জন এবং সমাজে দায়িত্বশীল ভূমিকার উপর আলোকপাত করেন।
ছাত্র হোস্টেলের সুপার ও বাংলা বিভাগের প্রভাষক মোহাঃ বশির আলী জানান, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে এই আয়োজন। আমরা চাই, ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি শিক্ষাঙ্গনে সুস্থ সংস্কৃতির বিকাশ হোক।
বক্তব্য শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের আয়োজন শুধু ধর্মীয় চেতনাই নয়, সামাজিক সেতুবন্ধনও তৈরি করে।
কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক উন্নয়নে এমন কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।
ইফতার মাহফিলে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ চর্চার পাশাপাশি সহপাঠী ও শিক্ষকদের সাথে গভীর বন্ধন তৈরিতে এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: