[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

ফিলিস্তিনে গণহত্যা ও গাজায় হামলার প্রতিবাদে নাচোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ২২:২৫

সংগৃহিত ছবি

ফিলিস্তিনে নৃশংস গণহত্যা ও গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে 'সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান' ব্যানারে উপজেলার নেজামপুর আলিম মাদ্রাসা মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নেজামপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আধুনিক মার্কেটের সামনে শেষ হয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন- নেজামপুর ইউনিয়ন বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক তোসলিম উদ্দিন, নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, গ্রীনভ্যালী একাডেমীর পরিচালক ইকবাল হোসেন, ইউনিয়ন যুবদলের (সাবেক) সভাপতি বুলবুল আহমেদ, ৪নং ওয়ার্ড জামায়াতের আমির নুরুল ইসলাম, মাওলানা সোহরাব আলী, মাওলানা হারেছ উদ্দিন, হাফেজ মাওলানা বাইরুল ইসলাম ও গোলাম রাব্বানী।

সমাবেশে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মাসে ফিলিস্তিনে নৃশংসভাবে গণহত্যা ও গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে মুসলমানদের হত্যা করছে ইসরাইল। আমরা এই গণহত্যা ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সারাদেশের সকল ব্যবসায়ী থেকে ক্রেতা পর্যন্ত সকলকে আহ্বান জানাচ্ছি ইসরাইলের সকল পণ্যসামগ্রী বর্জন করুন।

এছাড়া, জাতিসংঘের উদ্যোশে বক্তারা বলেন, যত দ্রুত সম্ভব আপনারা ফিলিস্তিন ও গাজায় মুসলমানদের ওপর হামলা ও গণহত্যা বন্ধ করুন। নয়তো এর ফল ভালো হবে না। যতক্ষণ মুসলমানদের প্রতি নির্যাতন-নিপীড়ন বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। তাতেও যদি হামলা ও বর্বরোচিত গণহত্যা জাতিসংঘ বন্ধ না করে, তাহলে আমরা সারা মুসলিম জাহানের ধর্মপ্রাণ মুসলমান যুদ্ধ ঘোষণা করব।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর