[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ধাইনগর আদর্শ শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ১৫:১৩

ছবিঃ আলোকিত গৌড়

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার আওতাধীন ধাইনগর আদর্শ শাখার উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার (২৪ মার্চ) বিকাল ৫টা থেকে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। 

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ধাইনগর আদর্শ শাখার সভাপতি মোঃ আলী আকবর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার সম্মানিত দপ্তর সম্পাদক মোঃ শহীদুল্লাহ। 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ কোর্টের সম্মানিত এপিপি অ্যাডভোকেট মোঃ মাসির আলী। তিনি তাঁর বক্তব্যে সাধারণ ছাত্রদের উদ্দেশে বলেন, “এদেশে কোরআনের আলো সকলের মাঝে ছড়িয়ে দিতে হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে কাজ করতে হবে।” 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাইনগর ইউনিয়নের আমির মোঃ মুজতাহিদুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিমের সাবেক সভাপতি মোঃ সেলিম রেজা। 

অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে ইসলামী মূল্যবোধ চর্চা ও ছাত্রদের নৈতিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন। 

ইফতার মাহফিলে ছাত্রশিবিরের নেতাকর্মীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর