চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১১৪ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২৫ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশে এবং ভোলাহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শহিদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ খাইরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভোলাহাট থানাধীন রাধানগর কলোনী গ্রামে আব্দুল কুদ্দুস আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩২), এর বাড়িতে অভিযান চালিয়ে ১১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোলাহাট থানা পুলিশ।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: