[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

নাচোল পৌরসভা জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

আসাদুল্লাহ

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫, ১৩:২৩
আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৩:০৩

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) নাচোল পৌরসভা জামায়াতের প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ইয়াহইয়া খালেদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ইয়াকুব আলী এবং নাচোল পৌরসভা জামায়াতের আমীর ও নাচোল পৌরসভা মেয়র পদপ্রার্থী মনিরুল ইসলাম। 

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন এবং তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. হাসান আলী, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার শাহজাহান আলী, বীর মুক্তিযোদ্ধা এরফান আলী সিরাজ।

আলোচনা সভায় বক্তারা মুক্তিযোদ্ধাদের অবদান ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের স্বাধীনতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর