alokitogour@gmail.com বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর টানা আট দিন বন্ধ

আসাদুল্লাহ

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫, ১৩:৫৯

ছবিঃ আলোকিত গৌড়

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা আট দিন বন্ধ থাকবে। তবে এ সময়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বুধবার (২৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাঈনুল ইসলাম। তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৬ এপ্রিল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম শুরু হবে।

সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ (উপপরিদর্শক) মো. জামিরুল ইসলাম বলেন, "আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকবে। ফলে, পাসপোর্টধারী যাত্রীরা পূর্বের মতোই নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।"

প্রতিবছর ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এবারের ঈদুল ফিতর উপলক্ষেও একই নিয়ম কার্যকর থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর