[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন পেশাজীবীদের সম্মানে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিল

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ০০:০৬

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন পেশাজীবীদের সম্মানে বিএনপির মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বিকেল ৫টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির আয়োজনে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশিদ। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশিদ বলেন, চক্রান্ত করে নির্বাচনকে বিলম্বিত করা যাবে না এবং নির্বাচিত সরকার ছাড়া দেশের কোনো সমাধান হবে না। সুতরাং নির্বাচনকে নিয়ে আমরা কোনো ষড়যন্ত্র ও চক্রান্ত মেনে নেব না। এটির ব্যাপারে আমাদের সকলের ঐকমত্য থাকতে হবে। 

তিনি আরও বলেন, বাংলাদেশে জনগণের সরকার আসবে। ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে দেশকে নিয়ে এবং নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। আজকে এনসিপিসহ আরও রাজনৈতিক দল গঠন করা হচ্ছে। যাদের এখন পর্যন্ত কোনো নিবন্ধনই নেই। তারা বিভিন্ন রকম ইস্যু নিয়ে আজকে নিবার্চনকে বিলম্বিত করার বিভিন্ন চক্রান্ত করছে। 

আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন,  যারা অতীতে অপকর্ম করেছে, অন্যায় করেছে, আজকে দেখেন তাদের কৃতকর্মের ফল তাদেরকে ভোগ করতে হচ্ছে এবং হবে। বাংলাদেশের কয়জন শাসক আছে যারা ক্ষমতাসীন থাকা অবস্থায় দেশ ছেড়ে পালিয়ে গেছেন। গোটা রাষ্ট্র কাঠামোতে যারা ছিল তারা সকলেই পালিয়ে গেছে। এই রকম পরিস্থিতি গত ৫০ বা ৬০ বছরেও হয়নি। সুতরাং আমাদের আজকে এই উপলব্ধির মধ্যে আসতে হবে। বাংলাদেশকে নতুনভাবে চিন্তা করতে হবে এবং বাংলাদেশে হিংসাত্মক রাজনীতি চলবে না, উগ্রবাদ চলবে না। বাংলাদেশেকে সত্যিকার অর্থে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। 

চাঁপাইনবাবগঞ্জ জেলার উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন, আমরা চাঁপাইনবাবগঞ্জকে উন্নত আধুনিক জেলায় রূপান্তর করতে চাই। বাংলাদেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষায় অতীতেও অগ্রসর ছিল, সামনেও অগ্রসর হবে। এই ক্ষেত্রে স্কুল, কলেজ, মাদরাসা কারিগরি ও পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধানদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব ও ভূমিকা রাখতে হবে। আমি এখানে কোনো দল বুঝবো না। প্রতিষ্ঠানের উন্নতির জন্য যা যা দরকার তাই আমাদেরকে করতে হবে। যারা করতে পারবেন না তাদেরকে আমরা চিহ্নিত করবো। পরিষ্কার একবারে স্পষ্ট। 

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ড্যাবের আহ্বায়ক ডা. ময়েজ উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুল ওয়াদুদ, নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মো. ইব্রাহিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল বারেক, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, রাণিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ রহমত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম পলাশ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন আক্তার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান, সহ-সভাপতি মিম ফজলে আজিম প্রমুখ।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর