পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের উদ্যোগে ২ হাজার ৪০০ জন দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে জনপ্রতি ১,৫০০ টাকা করে যাকাতের অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কল্যাণপুরে এরফান গ্রুপের প্রয়াত চেয়ারম্যান মো. এরফান আলীর বাসভবনের পিছনে এই অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাকাতের অর্থ বিতরণ করেন এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম।
এসময় উপস্থিত ছিলেন এরফান গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর মো. কামরুজ্জামান, জেনারেল ম্যানেজার আলহাজ্ব মো. সাইফুল ইসলাম, সিনিয়র ব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদ) মো. রেজাউল করিম, স্টোর ডেপুটি ম্যানেজার জামাল উদ্দিন, একান্ত সচিব আব্দুল্লাহ আল মামুন ফাহিম, কৃষি বিভাগের প্রধান নাসরুম মিনাল্লা বাচ্চুসহ এরফান গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
যাকাত বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাঁপাইনবাবগঞ্জ পুলিশের একটি টিম সহায়তা প্রদান করে।
এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম বলেন, "সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে। ভবিষ্যতেও আমরা এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখবো।"
উল্লেখ্য, এরফান গ্রুপ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছর বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: