বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা আয়োজিত হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল দশ টায় রহনপুর কামিল মাদ্রাসায় ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল উপজেলার ১০০ জন হাফেজ কে সংবর্ধনা প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা সভাপতি মো. সালাহউদ্দিন সোহাগের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. আব্দুল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবু বকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী ড. মু. মিজানুর রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুর রাকিবসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সভাপতি মো. সালাহউদ্দিন সোহাগ বলেন, ‘মহাগ্রন্থ আল কুরআনের হাফেজদের নিয়ে সংবর্ধনার আয়োজন করতে পেরে আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। রাসুল (সা.) বলেছেন, “কুরআন তিলাওয়াতকারীরা আল্লাহর পরিজন এবং তাঁর বিশেষ বান্দা”। আগামির বাংলাদেশকে সন্ত্রাস, দূর্নীতি এবং সকল প্রকার অন্যায় থেকে মুক্ত করে ইনসাফপূর্ন ও আদর্শের ভিত্তিতে গড়তে হলে অবশ্যই কুরআন প্রেমীদের সমাজ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। আমরা বিশ্বাস করি, কুরআনপ্রেমীরা সচেতনভাবে এই পথে এগিয়ে আসলেই আগামির বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হিসেবে পরিগনিত হবে ইনশাআল্লাহ।’
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: