alokitogour@gmail.com শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

কালুপুর হাসনারা হাফিজিয়া মাদ্রাসায় মুসলিম এইড বাংলাদেশের খাদ্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ২০:৫৬

ছবিঃ আলোকিত গৌড়

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালুপুর হাসনারা হাফিজিয়া মাদ্রাসায় মুসলিম এইড বাংলাদেশের উদ্যোগে রমাদান কর্মসূচি-২০২৫ এর আওতায় শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ২:০০ টায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আজাহার আলী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.কালুপুর হাসনারা হাফিজিয়া মাদ্রাসা সভাপতি মোঃ লাল মোহাম্মদ, সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম ফসি, সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউসুফ আলী, ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব আহসান হাবিব, প্রধান শিক্ষক হাফেজ ক্বারি মোঃ আবু রাইহান, সহকারী শিক্ষক সোলাইমান শাহ। 

অনুষ্ঠানে অতিথিরা রমাদানের তাৎপর্য ও মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। মুসলিম এইড বাংলাদেশের পক্ষ থেকে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

উপস্থিত অতিথিরা মুসলিম এইড বাংলাদেশের এ মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর