চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজারে একটি আমের আড়তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহষ্পতিবার (২৭ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে আড়ৎ মালিক পারদিলালপুর গ্রামের আলহাজ মোঃ আইনাল হকের ছেলে মোঃ আরিফুল ইসলামের প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল পৌনে ১১টার দিকে কে বা কারা ওই আমের আড়তে আগুন লাগিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং আড়তে সংরক্ষিত প্রায় ৬ হাজার ক্যারেট ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আড়তের বেশিরভাগ মালামাল পুড়ে যায়।
আড়ৎ মালিক মোঃ আরিফুল ইসলাম দাবি করেছেন, অগ্নিকাণ্ডে তার প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ কাদের-ই কিবরিয়া বলেন, "আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ লাখ টাকার ক্ষতির প্রমাণ পেয়েছি। ৬ হাজার ক্যারেট পুড়লে প্লাস্টিকের অবশিষ্টাংশ থাকার কথা, কিন্তু আমরা তা পাইনি।"
অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে শোকাহত মোঃ আরিফুল ইসলাম বর্তমানে অসুস্থ হয়ে পড়েছেন এবং বাসায় স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, "আমি প্রতি বছর এই ধোবড়া বাজারে আমের আড়ৎ চালিয়ে সংসার পরিচালনা করি। পরিকল্পিতভাবে কেউ আমার আড়তে আগুন লাগিয়ে দিয়েছে। আমি আইনের আশ্রয় নেবো এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সঠিক তদন্ত ও প্রয়োজনীয় সহায়তার আবেদন জানাচ্ছি।"
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আজাহার আলী জানান, "আমরা অগ্নিকাণ্ডের বিষয়ে অবগত হয়েছি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।"
এই অগ্নিকাণ্ড পরিকল্পিত নাকি দুর্ঘটনা, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: