বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলার সদস্য সচিব তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি মন্তব্য শেয়ার করেছেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) তিনি তার ফেসবুক স্ট্যাটাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলামের বিষয়ে মন্তব্য করেন।
স্ট্যাটাসে তিনি প্রশ্ন তোলেন, "এটিএম আজহার ভাইয়ের জন্য হাইকোর্টের বিচার সমতুল্য নয়? যদি ঘুরেফিরে ওই ভারতীয় এজেন্ডা যুদ্ধপরাধী বাস্তবায়িত হয়, তাহলে তো আমিও ৭১-এ আল-বটর বাহিনীর যুব উইংয়ের সভাপতি ছিলাম।"
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে এবং বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এখনোও বিচার ব্যবস্থায় সচ্ছতা নিয়ে আসা হয়নি বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হন। তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণসহ একাধিক অভিযোগ আনা হয়েছিল।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: