শিবগঞ্জ উপজেলার গাজীপুর ঈদগাহ ময়দানে দীর্ঘ ৪০ বছর ইমামতির দায়িত্ব পালন করার জন্য মাওলানা মোঃ রফিকুল ইসলামকে এক জমকালো বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল ৫ টায় অনুষ্ঠিত এই বিদায় সংবর্ধনা ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের অনুষ্ঠানে গাজীপুর ঈদগাহ কমিটির সভাপতি মাওলানা হাফেজ গোলাম রাব্বানী সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাহ কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সালাম, মোঃ ফজলুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মাওলানা একরামুল হক এবং ঈদগাহ কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম মোর্তজা।
গাজীপুর ঈদগাহ কমিটির আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতা এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
মাওলানা রফিকুল ইসলাম তার দীর্ঘ ৪০ বছরের ইমামতিতে এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাকে সম্মান জানিয়ে ঈদগাহ কমিটির পক্ষ থেকে আর্থিক সহায়তা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এতে অংশগ্রহণকারীরা মাওলানা রফিকুল ইসলামের দীর্ঘ সেবার জন্য কৃতজ্ঞতা জানান এবং তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: