[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

শংকরবাটি হেফজুল উলুম এফ.কে কামিল মাদরাসার সাবেক ও বর্তমান ছাত্রদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ২১:২৭

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের নতুনহাটে অবস্থিত মাদরাসার সাবেক ছাত্রদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ মার্চ) বিকাল ৪.৩০ টায় মাদরাসা মাঠে এই দোয়া ও ইফতার মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়।

প্রথমবারের মতো আয়োজিত এই দোয়া ও মাহফিলে ২০০২ থেকে ২০২৪ ব্যাচের প্রায় ১৩০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সাবেক শিক্ষার্থীরা প্রথমবারের মতো এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "জীবনের শ্রেষ্ঠ সময় যে মাদরাসায় শিক্ষা গ্রহণ করেছি, সেই মাদরাসায় পুনরায় একত্রিত হতে পেরে আনন্দিত "

তারা আগামী বছরগুলোতে এ ধরনের আয়োজন আরো বৃহৎ আকারে করার পরিকল্পনা ব্যাক্ত করেন।

ইফতার মাহফিলে শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দও অংশগ্রহণ করেন। শিক্ষকবৃন্দ তাদের আলোচনায় সাবেক শিক্ষার্থীদের তাদের কর্মজীবনের মাধ্যমে দেশের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

সবশেষে দোয়া ও ইফতার গ্রহনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর