[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

নাচোল উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আসাদুল্লাহ

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ২৩:০১
আপডেট: ২৯ মার্চ ২০২৫ ২৩:০৩

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় রিক্সা ও ভ্যান শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) দুপুরে নাচোল বাজারে নাচোল উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নাচোল উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমীর ও নাচোল পৌরসভা মেয়র পদপ্রার্থী মনিরুল ইসলাম। তিনি বলেন, "শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।"

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। রিক্সা ও ভ্যান শ্রমিকদের মাঝে চাল, ডাল, তেল, চিনি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

শ্রমিকরা এই সহায়তা পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর