[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

রক্তের বন্ধনে দেবীনগরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাহমুদুল তুষার

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ২৩:০৯
আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১৪:০৩

ছবি- আলোকিত গৌড়

স্বেচ্ছায় রক্ত দাতাদের সংগঠন "রক্তের বন্ধনে দেবীনগর" এর আয়োজনে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ মার্চ) বিকাল ৫ টায় দেবীনগর হাইস্কুল মাঠে ইফতার মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন রক্তের বন্ধনে দেবীনগরের উপদেষ্টা মো: নাসির উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন ইসমাইল হোসেন বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্থানীয় সরকারের উপপরিচালক মো: শওকাত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীনগর দ্বিমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল আজিজ, দেবীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল জাব্বার, দিয়ার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাজেমান আলী, দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাফিজুর রহমান, টিউব ইন্টারন্যাশনালের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম তৌহিদ, রুপপুর পারমাণবিক কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো: রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের স্টোর কিপার মো: মাহবুব আলম প্রমুখ।

উপস্থিত বক্তারা বলেন, রক্তের বন্ধনে দেবীনগর মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন যে, এই কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি দুনিয়া ও পরকালে ভালো কিছু লাভ করবে। এছাড়া, সমাজিক কাজের জন্য তাদের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বক্তারা আরো জানান, রক্তের অভাবে মানুষ যে ধরনের অসুবিধায় পড়ে, তা এই ধরনের উদ্যোগের মাধ্যমে অনেকাংশে লাঘব হবে।

রক্তের বন্ধনে দেবীনগর প্রতিষ্ঠাকাল থেকে রক্তদানসহ বিভিন্ন সহযোগিতা প্রদান করে আসছে। স্বেচ্ছাসেবকদের সহায়তায় প্রায় ৭০০ জনকে নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, রক্তের বন্ধনে দেবীনগর ২০২০ সাল থেকে সারাদেশে এবং দেবীনগর ইউনিয়নে বসবাসকারী মানুষদের রক্তসংক্রান্ত সহায়তায় কাজ করছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর