[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে ঈদ আনন্দ র‍্যালির আয়োজন, সকলকে অংশগ্রহণের আহ্বান

আসাদুল্লাহ

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ০৪:৫৪

ছবি: ডা. আব্দুস সামাদ

ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ঈদ আনন্দ র‍্যালির আয়োজন করেছে তৌহিদী জনতা। শনিবার (২৯ মার্চ) ড. আব্দুস সামাদের ফেসবুক পেইজে এই তথ্য নিশ্চিত করা হয়।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, "ঈদ মোবারক, ঈদ মোবারক! আলহামদুলিল্লাহ, নতুন সংস্কৃতির বিনির্মাণে, নতুন এই আয়োজনে আপনাকে স্বাগতম। একদিন হয়তো শহরজুড়ে অনেক বড় বড় মিছিল হবে, কিন্তু আমরা বলবো শুরুটা আমরাই করেছিলাম।"

এই আয়োজনে সকল দল, পথ, মত নির্বিশেষে জনসাধারণকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ আনন্দ র‍্যালিটি ঈদের দিন বিকাল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের পৌর পার্ক থেকে শুরু হবে। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করবে।

এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। আয়োজকরা আশা করছেন, এই র‍্যালির মাধ্যমে ঈদের আনন্দ সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর