ছবিঃ আলোকিত গৌড়
চাঁপাইনবাবগন্জ জেলার গোমাস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী বজ্রনাথপুর হাইস্কুল মাঠে ইসলামিক কুইজ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ মার্চ) বিকেলে ইয়থ ইসলামিক সোসাইটি অফ বজ্রনাথপুর এর আয়োজনে এই ইসলামিক কুইজ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সেরাজুল ইসলাম, দলিল লেখক গোমাস্তাপুর রেজিস্ট্রি অফিস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড.মুঃ মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী চাপাইনবাবগন্জ জেলা ও জামায়াত মনোনীত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম কবির (গোলাপ) জেলা কর্মপরিষদ সদস্য চাপাইনবাবগন্জ জেলা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল গনি, জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী বাঙ্গাবাড়ী ইউনিয়ন, বিভিন্ন প্রতিষ্ঠান এর শিক্ষক, স্থানীয় মেম্বার, ও এলাকার গণ্যমান্য ব্যক্তি ।
এসময় কুইজ প্রতিযোগিদের হাতে পুরস্কার বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনায় ড.মু: মিজানুর রহমান বলেন, " সদ্য বিদায় নেয়া রমজান শেষে আজ ঈদুল ফিতর এর দিন আমরা যেন রমজানের গুরুত্ব যেন ভুলে না যাই সেটিও গুরুত্বের সাথে দেখতে হবে".
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে শেষ হয়।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: