"ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে" এই স্লোগানকে সামনে রেখে ছায়া ফাউন্ডেশনের উদ্যোগে চরমোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ মার্চ) ছায়া ফাউন্ডেশনের আয়োজনে চরমোহনপুরে শতাধিক দুস্থ পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. আব্দুস সামাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের খুলনা অঞ্চলের উপ-পরিচালক জনাব মো. আব্দুর রশিদ। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কবি ও নাট্যকার কামরুল আজাদ এবং চরমোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আমিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "ঈদের আনন্দ সবাইকে সমানভাবে ভাগ করে নেওয়ার মধ্যেই প্রকৃত সুখ রয়েছে। ছায়া ফাউন্ডেশন এমন একটি মহৎ কাজের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছে, যা প্রশংসনীয়।"
উল্লেখ্য, ছায়া ফাউন্ডেশন নিয়মিতভাবে শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগকালীন সহায়তা কর্মসূচি পরিচালনা করে আসছে। এবারের ঈদ উপলক্ষে আয়োজিত এই খাদ্য বিতরণ কর্মসূচি এলাকার গরিব-দুঃখী মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: