[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

নাচোলে ঈদের দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৫, ০৬:০৭

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ঈদের দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সারোয়ার জাহান শাওন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কসবা ইউনিয়নের কলিহার গ্রামের বাসিন্দা মো. জিয়াউর রহমানের ছেলে।

সোমবার (৩১ মার্চ) দুপুরে নিজ বাড়িতে খড়ের গাদায় আগুন লাগার পর তা নিভাতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে শাওন পুকুর থেকে পানির মোটরের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈদের আনন্দের দিনে এমন হৃদয়বিদারক ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর