চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিএনপি দলীয় সংসদ সদস্য পদে মনোনয়নপ্রত্যাশী প্রকৌশলী মুহাম্মদ ইমদাদুল হক মাসুদ স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে ঈদ-পরবর্তী মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে কলেজ মোড়স্থ নবাব বিগ বাজার টেস্টি ফুড ক্যাফেতে আয়োজিত এই সভায় ৪৪ নং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী ইমদাদুল হক তার নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। বুয়েট ছাত্রদলের আহসানুল্লাহ হলের সাবেক এই ভিপি দাবি করেন, বিএনপি নেতৃত্ব তার যোগ্যতাকে স্বীকৃতি দেবে।
মনোনয়ন পেলে কৃষকদের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার সংস্কার, যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টিসহ জনকল্যাণমূলক কাজে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিচক্ষণ সিদ্ধান্তের প্রতি আস্থা প্রকাশ করেন মাসুদ।
সভায় দলীয় নেত্রী খালেদা জিয়া, তারেক রহমানসহ জুলাই-আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: