[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

রহনপুরে সাথী পরিবহন থেকে বেগুনের বস্তায় ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৫, ০৯:২৪

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে সাথী পরিবহন থেকে অভিনব কায়দায় বেগুনের বস্তা থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

ভোলাহাট থেকে ছেড়ে আসা সাথী পরিবহন থেকে বেগুনের বস্তায় চারটি প্যাকেট থেকে মোট ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

শুক্রবার রাতে (৪ মার্চ) রহনপুর কলেজ মোড়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোমস্তাপুর থানার একটি টিম সেখানে অবস্থান করলে ভোলাহাট থেকে ছেড়ে আসা সাথী এক্সপ্রেস দাঁড় করিয়ে তল্লাশি চালালে বক্স থেকে বেগুনের বস্তার ভিতর চারটি ভিন্ন ভিন্ন প্যাকেট থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 

এ সময় সুপারভাইজার হারুন আর রশিদ(২৬) পিতাঃমৃত হুমায়ুন কবির, সাং পঞ্চানন্দপুর, ভোলাহাট।

চালক শহিদুল ইসলাম(৩২) পিতাঃ আবুল কাশেম, সাং গোপালনগর মোড়, কানসাট।

আশিক (১৯)পিতা শামসুদ্দিন, সাং মধুপুর দলদলী, ভোলাহাট এই তিন জনকে আটক করা হয়।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর