চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি বাজারে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
শনিবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গৌরিসংকরপুর এলাকার কামাল উদ্দিন অভিযোগ করে বলেন, একই এলাকার এন্তাজ আলীর ছেলে মোতাহার হোসেন বিদেশ থেকে আর্থিক সহায়তা দেয়ার প্রলোভনে ২০২২ সালে তার ও গ্রামের আরও ৮ অসহায় ব্যক্তির ব্যাংক একাউন্ট নম্বর ও চেক সংগ্রহ করেন। পরবর্তীতে এসব একাউন্ট ব্যবহার করে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত প্রায় ১০ কোটি টাকা লেনদেন করেন মোতাহার হোসেন।
কামাল উদ্দিন আরও জানান, এই অর্থ লেনদেনের বিষয়ে কিছু না জানার পরও চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলায় তাদের বিরুদ্ধে মোট ১৭টি মামলা করেন মোতাহার। তার অভিযোগ, মানবপাচারের মাধ্যমে প্রতারণা করে টাকা আত্মসাৎ করাই ছিল মোতাহারের মূল উদ্দেশ্য।
তিনি বলেন, “আমরা এখন ১৭টি মিথ্যা মামলার আসামি হয়ে দিশেহারা। প্রতারকের ফাঁদে পড়ে আজ পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভুক্তভোগী মাহিদুর রহমান, স্থানীয় ইউপি সদস্য আসগার আলী ও সেরাজুল ইসলামসহ অনেকে। তারা প্রশাসনের হস্তক্ষেপ ও প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: