পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ উদযাপন শেষে যাত্রীদের ঈদ-পরবর্তী নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চাঁপাইনবাবগঞ্জ সার্কেল কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) এই অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অনুজ চন্দ-এর নেতৃত্বে এবং সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহ জামাল হক, পুলিশ বিভাগ ও বিআরটিএ’র যৌথ সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে মোটরযান চালনায় সরকার নির্ধারিত গতিসীমা, ভাড়া, যাত্রীসংখ্যা এবং চালকের বিশ্রাম সংক্রান্ত বিধান মেনে চলার বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। ড্রাইভারের পরিবর্তে হেলপার দিয়ে গাড়ি চালানো, অতিরিক্ত যাত্রী বহন এবং অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
এছাড়াও, ফিটনেসবিহীন যানবাহন, হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী এবং লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঈদ পরবর্তী যাত্রীসাধারণের যাত্রাকে নিরাপদ রাখতে বিআরটিএ’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: