[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

গোমস্তাপুরে ঈদ ছুটিতেও থেমে ছিল না পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৫, ১৯:১৪

ছবি- আলোকিত গৌড়

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা নয় দিনের সরকারি ছুটি ঘোষণা করা হলেও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জরুরি চিকিৎসা সেবায় নিয়োজিত পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা অব্যাহত রেখেছেন সেবাদান কার্যক্রম।

লম্বা ছুটিতে গোমস্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের অধীনে উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারিগণ গর্ভবতী মায়েদের সেবা, প্রসব সেবা, পরিবার পরিকল্পনা সেবা, শিশু ও কিশোর-কিশোরীদের চিকিৎসা, সাধারণ রোগীদের চিকিৎসা, প্রসব পরবর্তী সেবা এবং বিভিন্ন পরামর্শমূলক সেবা চালু রেখেছেন।

এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মাসুূদ খান বলেন, নির্বাহী আদেশে সারা দেশের বিভিন্ন বিভাগের কর্মীগণ ছুটি ভোগ করলেও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা নিরলসভাবে মানবসেবা চালিয়ে গেছেন। এ উপজেলার সেবা গ্রহীতাগণ ছুটির দিনেও পরিবার পরিকল্পনা বিভাগের প্রদত্ত সেবা সহ জরুরী সেবা সর্বদা সচল পেয়ে খুশি ও সন্তুুষ্টি প্রকাশ করেছেন।

এ বিষয়ে গোমস্তাপুর ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শিকা মার্জিনা খাতুন বলেন ঈদের আগের দিন ২ জন কে প্রসব সেবা ও ৫জন কে গর্ভবতী সেবা এবং ঈদের দিন ১ জন কে প্রসব সেবা, ২জন কে গর্ভবতী সেবা ও ৩ জন কিশোরী কে সেবা দিয়েছি। রোববার প্রসব সেবা নিতে আসা গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ির শিরোটোলা গ্রামের শাহানারা খাতুন জানান" হামি গরিব, অসহায় মানুষ। ক্লিনিকে যাওয়ার মতোন হামার সামর্থ নাই। তাই হারঘেঁ সরকার হ্যারঘেঁ লাইগ্যা যে জাগা কইরাছে সেখানে সেবা লিতে আইস্যাছি। আল্লাহর রহমতে সুন্দর কইরা ডেলিভারি হইয়্যছে। হাঁর বাচ্চাও ভালো আছে।

মার্জিনা বুবুুর আল্লাহ্ ভালো করুক।"পরিবার পরিকল্পনা বিভাগের জরুরী সেবা ও প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবার বিষয়ে গোমস্তাপুর উপজেলার পরিবার পরিকল্পনা পরিদর্শক সাদিকাতুল বারী জানান,

"সেবার চেয়ে বড় ধর্ম আর কিছু নেই।" জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে থাকার চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না।

আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশে এ উপজেলার প:প:বিভাগের ৪টি "ইউনিয়ন স্বাস্হ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে" ২৪/৭ জরুরী সেবা সার্বক্ষনিক চালু রেখেছি এবং সেবা দিয়ে যাচ্ছি ।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর