চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা মসজিদপাড়া যুব সমাজের উদ্যোগে এসএসসি-২৫ পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (৬ এপ্রিল) বিকাল ৪টায় মসজিদপাড়া বৌ বাজারে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রোজ মেডিকেল সেন্টারের ম্যানেজার মো: জুবায়ের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (মেডিসিন বিভাগ) ডাঃ মোঃ তোহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদপাড়া গ্রাম প্রধান মোঃ বাহারাম আলী, বিশিষ্ট সমাজসেবক ও মসজিদপাড়া মণ্ডল পরিষদ সদস্য খলিলুর রহমান শবে মেরাজ।
এসময় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি ডাঃ তোহিদুল ইসলাম বলেন, শিক্ষা জীবনের এই পর্যায়ে পৌঁছানো তোমাদের অধ্যবসায়ের ফল। ভবিষ্যতেও এই দৃঢ়তা বজায় রেখে সমাজ ও দেশের জন্য অবদান রাখবে বলে আমি আশা করি।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় এবং তাদের জন্য শুভকামনা জানানো হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: