[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে ক্রীড়া দিবস উদযাপন: বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রীতি হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৫, ২১:০১

সংগৃহিত ছবি

চাঁপাইনবাবগঞ্জে ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে রোববার (৬ এপ্রিল) নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রীতি হ্যান্ডবল প্রতিযোগিতা।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

“তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আব্দুস সামাদ।

আলোচনায় তিনি বলেন, “তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে হবে। খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

শোভাযাত্রা ও আলোচনায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের কর্মকর্তারা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সিনিয়র ফুটবল কোচ হুমায়ুন কবির লুকু, ক্রীড়া সংগঠক সালামত হোসেন, আজিজুল ইসলাম, শেখ ফরিদ সায়েম, ফুটবল কোচ সামসুল আলমসহ জেলার ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদরা।

পরে পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রীতি হ্যান্ডবল প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে খেলায় অংশ নেওয়া দুই দলের খেলোয়াড়দের মাঝে উপহার ও পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর