[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

গাজায় গণহত্যা ও হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের সকল উপজেলায় জামায়াতের বিক্ষোভ মিছিল ঘোষণা

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৫, ২৩:১০

ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল উপজেলা শাখা। জেলার সকল উপজেলায় আগামীকাল সোমবার (৭ এপ্রিল) পৃথক সময় ও স্থানে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

আজ রোববার (৬ এপ্রিল) এই কর্মসূচি ঘোষণা করা হয়। আয়োজকরা গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর চলমান নৃশংসতা বন্ধের দাবিতে সর্বস্তরের জনগণকে বিক্ষোভে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

বিক্ষোভ মিছিলের সময় ও স্থান:
চাঁপাইনবাবগঞ্জ সদর: বিকেল ৫:০০ টায়, পৌর পার্ক (বড় ইন্দারা মোড়) থেকে শুরু হবে।
শিবগঞ্জ: বিকেল ৫:০০ টায়, শিবগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু।
গোমস্তাপুর: বিকাল ৪:০০ টায়, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ গেট থেকে শুরু।
নাচোল: বিকাল ৪:৩০ টায়, নাচোল ডাকবাংলো থেকে শুরু।
ভোলাহাট: বিকাল ৪:০০ টায়, মোহবুল্লাহ কলেজ গেট থেকে মিছিল শুরু হবে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর