চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাওনা টাকা চাওয়ায় প্রাণনাশের হুমকি এবং বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে তাদের ওপর ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন।
সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় শিবগঞ্জ বাজারের একটি অফিসে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চককীর্তি ইউনিয়নের গৌরিসংকরপুর গ্রামের মোতাহার হোসেন। তিনি জানান, তিন বছর আগে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের ৫০ শতাংশ শেয়ারের বিনিময়ে ব্যবসার উদ্দেশ্যে মোফাত খাইরুল ইসলামকে ১০ লাখ টাকা দেন। পরে বিদেশে থাকা অবস্থায় আরও ২ লাখ টাকা আদায় করেন খাইরুল। বিদেশ থেকে ফিরে পাওনা টাকা চাইলে নানা টালবাহানার পর খাইরুল দুই দফায় ৭ লাখ ৯০ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা ফেরত দেননি। বরং প্রাণনাশের হুমকি দেন এবং কিছুদিন পর তার বাড়িতে হামলা চালানো হয়।
মোতাহার হোসেন দাবি করেন, তিনি কোনো মানবপাচার বা হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত নন। বরং একটি সংঘবদ্ধ চক্র তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে তাকে ফাঁসাতে চাইছে। তিনি বলেন, “আমি ও আমার পরিবার বর্তমানে আতঙ্কে রয়েছি। প্রশাসনের কাছে আমি ন্যায়বিচার ও নিরাপত্তা চাই।”
অন্যদিকে, শনিবার চককীর্তি বাজারে খাইরুল ইসলামের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মো: কামাল উদ্দিন দাবি করেন, মোতাহার হোসেন ২০২২ সালে বিদেশ থেকে টাকা পাঠানোর আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির ব্যাংক একাউন্ট সংগ্রহ করেন এবং ৮টি একাউন্টের মাধ্যমে প্রায় ১০ কোটি টাকার লেনদেন করেন। তারা এ লেনদেনকে মানবপাচার ও প্রতারণার ফাঁদ বলে দাবি করেন।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করলেও মোফাত খাইরুল ইসলামকে পাওয়া যায়নি। তবে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, হামলার একটি অভিযোগ তারা পেয়েছেন এবং তা তদন্তাধীন রয়েছে। পাশাপাশি স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: