alokitogour@gmail.com সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

সীমান্ত নিরাপত্তায় নতুন উদ্যোগ: ভোলাহাটে বিজিবির দুটি নতুন বিওপি উদ্বোধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৫, ১৬:২৬

সংগৃহিত ছবি

সংগৃহিত ছবি

চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় সীমান্ত নিরাপত্তা ও আন্তর্জাতিক সীমারেখা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে ভোলাহাট উপজেলার বিস্তৃত সীমান্ত এলাকায় নজরদারির প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় ভোলাহাটের সুরানপুর ও খড়কপুর এলাকায় দুটি নতুন বর্ডার আউট পোস্ট (বিওপি) নির্মাণ করা হয়।

নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি, এবং আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ২০২৫ সালের ৮ এপ্রিল।

মঙ্গলবার (৮ এপ্রিল) নতুন বিওপি দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ, উত্তর-পশ্চিম রিজিয়ন সদর দপ্তর, রংপুরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, এসজিপি। প্রথম পর্বে খড়কপুর বিওপি এবং দ্বিতীয় পর্বে সুরানপুর বিওপির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ মোনাজাত, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজিবি সেক্টর কমান্ডার, রাজশাহী; মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক; স্টাফ অফিসারসহ বিজিবির বিভিন্ন স্তরের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং বিজিবির কার্যক্রম সফলভাবে পরিচালনায় স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” — এই মূলমন্ত্রকে ধারণ করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন ন্যায় ও নিষ্ঠার সঙ্গে।

নতুন বিওপি দুটি স্থাপনের মাধ্যমে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার হবে এবং চোরাচালান দমনসহ আইনশৃঙ্খলা রক্ষায় তা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর