[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

বারঘরিয়া ইউনিয়নে জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুলের গণসংযোগ

আসাদুল্লাহ

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৫, ১৫:৫১

বারঘরিয়া ইউনিয়নে জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুলের গণসংযোগ

ঈদ পরবর্তী সময়ে সাধারণ মানুষের মাঝে বারঘরিয়া ইউনিয়নে গণসংযোগ ও সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি পদপ্রার্থী নূরুল ইসলাম বুলবুল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৭টায় বারঘরিয়া ব্রিজ চত্বর থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়।

গণসংযোগকালে তিনি স্থানীয় জনগণের সাথে সরাসরি কথা বলেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন, জনসেবা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন এবং জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

নূরুল ইসলাম বুলবুল জানান, “জনগণের ভালোবাসা ও আস্থা নিয়েই আমি এগিয়ে যেতে চাই। এই ইউনিয়নের উন্নয়নে যা যা দরকার, আমি তা করার চেষ্টা করব।”

এসময় আরোও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম বারঘরিয়া ইউনিয়নের আমীর নজরুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং তাকে শুভেচ্ছা জানান।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর