আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহারাজপুর ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৯ এপ্রিল) বিকাল ৫ টায় মহারাজপুর কারবালা উচ্চ বিদ্যালয় মাঠে পথসভাটি অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী মহারাজপুর ইউনিয়ন আমীর মাও: আব্দুল আলিমের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর মো: নূরুল ইসলাম বুলবুল।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী নেতাকর্মীদের কারাগারে মানবেতর জীবনযাপন করতে হয়েছে, জামায়াতে ইসলামীকে হামলা-মামলা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছিলো, নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, জুলাই-আগস্ট আন্দোলনের সময় জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিলো। যারা নিষিদ্ধ করেছিলো তারাই এখন হারিয়ে গিয়েছে। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ফাঁসি দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছিলো কিন্তু জামায়াতে ইসলামীকে দমিয়ে রাখা যায়নি।
তিনি আরও বলেন, যাদের আদর্শ নেই তারা আদর্শের বিরুদ্ধে বলবে কি? তারা অন্যের বিরুদ্ধে বলবেই কারণ যাদের আদর্শ নাই তারা আদর্শের বিরুদ্ধে বলতে পারবেনা। জামায়াতে ইসলামী মানুষের বিপদে সবসময় পাশে ছিলো, আছে এবং থাকবে।
আমরা দেখেছি বিগত ১৭ বছর প্রতিবেশী রাষ্ট্রের কাছে দেশকে বর্গা দিয়েছিলো, স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্রকে বিক্রি করে দিয়েছিলো। আর সেই কারণে এই দেশের ছাত্র সমাজ এটি মেনে নেয়নি, তারা জীবন দিয়ে এই দেশকে সৈরাচারের হাত থেকে রক্ষা করেছে।
নূরুল ইসলাম বুলবুল বলেন, স্বাধীন হওয়া ৫৪ বছরে একটি দেশে যারা ক্ষমতায় ছিলো তারা কি দূর্নীতি বন্ধ করতে পেরেছে? তারা কি চাঁদাবাজি বন্ধ করতে পেরেছে? তারা কি লুটপাট বন্ধ করেছে? তরা এইসব বন্ধ করতে পারেনাই।
জামায়াতে ইসলামীর নেতাকর্মী চাঁপাইনবাবগঞ্জে বিগত সময়ে এমপি,উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র ছিলো তাদের কোন দূর্নীতি আপনারা পাবেন না।
এইসময় তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে একদল আবার উঠেপড়ে লেগেছে, তারা জামায়াতের বিরুদ্ধাচারণ শুরু করেছে, তারা মিথ্যা প্রচারণা চালাচ্ছে। যাদের সাথে আমরা একসাথে দীর্ঘদিন আন্দোলন করেছি তারাই এইসব শুরু করেছে, তারা ৭১ নিয়ে কথা বলতে শুরু করেছে। আমরা তাদের বলে দিতে চায়, এইসব করে জামায়াতে ইসলামীকে দমিয়ে রাখা যাবেনা।
তিনি আরও বলেন, নির্বাচন আমরা চাই, নির্বাচনের জন্য ৩০০ টি আসনেই আমাদের প্রস্তুতি চলছে। কিন্তু নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারও আমরা চাই। যে সংস্কার আমরা চাই তা কোন নির্বাচিত সরকার এসে তা করবেনা। আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই, এটা আমরা জোর দাবি দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়েছি।
এইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, জেলা অফিস সেক্রেটারি অধ্যাপক গোলাম কবির, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা আমীর হাফেজ গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, সদর উপজেলা প্রকাশনা সম্পাদক মো: আক্তারুল ইসলাম, মহারাজপুর ইউনিয়ন নায়েবে আমীর মো : ওমর ফারুক প্রমূখ।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: