[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

নবাবগঞ্জ সরকারি কলেজে শিবিরের "Solidarity With Palestine" কর্মসূচি পালন

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫, ১৯:৫৯

ছবিঃ আলোকিত গৌড়

গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে "Solidarity With Palestine" শীর্ষক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) কলেজের প্রশাসনিক ভবনের সামনে পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়াল। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শিবির নেতৃবৃন্দ জানান, বিশ্বব্যাপী ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জনমত গড়ে তোলাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।


এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ফিলিস্তিন ইস্যুতে সচেতনতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

এসম আরোও উপস্থিত ছিলেন শিবিরের কলেজ শাখা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর