[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে বিক্ষোভ মিছিল

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫, ২১:২৭

ছবিঃ আলোকিত গৌড়

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে দেবীনগর ইউনিয়নের সাধারণ জনগণের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় দেবীনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধূলাউড়ি হাটে এই মিছিলটি শেষ হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দা, যুব সমাজ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানান এবং ইসরাইলের হামলা বন্ধের দাবি তোলেন।

"গাজার নিরীহ মানুষের রক্তপাত বন্ধ কর", " ফ্রি ফ্রি ফিলিস্তিন" ফ্রি ফ্রি গাজা ইত্যাদি স্লোগানে মুখরিত হয় এলাকা। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
স্থানীয় সংগঠকদের বক্তব্যে ইসরাইলের সামরিক হামলায় গাজার শিশু, নারী ও বেসামরিক জনগণের মৃত্যু ও মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরা হয়।

বক্তারা বাংলাদেশ সরকারসহ বিশ্ব নেতৃত্বকে ফিলিস্তিন ইস্যুতে জোরালো ভূমিকা রাখার দাবি জানান।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে গাজায় ইসরাইলের বিমান হামলা ও ভূমি অভিযানে হাজারো ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছে, যা নিয়ে বিশ্বজুড়ে প্রতিবাদের চলছে। তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর